উড়ে শরতের কাশ ফুল,যেন আকাশে মেঘের ভেলা,
রিমঝিম বৃষ্টির জল, শরৎ সঙ্গমে বাদল দিনের খেলা।
পাখির নেই কলকাকলি, ভেজা পালকে অলস বেলা,
সাদা মেঘে ঢেকেছে আকাশ, ভুপতিত কাশফুল শলা।
খোকা-খুকু মুঠি মুঠি কাশফুলে, কেতন উড়ায়ে মাঠে,
খেলা শেষে দলছুটে ঘরে ফিরে, যখন সূর্য যায় পাটে।
পাতা ধোয়া জল মাটি ধোয়া কাদা, পিচ্ছিল পথ-ঘাট,
ক্লান্ত পথিক ভেজা শরীরে, পারি জমায় কাশবন মাঠ।
শরতৎ আকাশে প্রকৃতির রূপ, বহুরূপী রঙিন চমক,
নির্ঝর যেন পাহাড়ী ঝর্না, ক্ষণিক পর রোদের ঝলক।
কুয়াশা আমেজ বৈরী হাওয়া, কুড়ায় শাপলা শালুক,
পুকুরে টলমল জল, হংস সারি অপরূপ ঝরা পালক।