একমুঠো চাল আধামুঠো ডাল, পেঁয়াজ কাঁচা লঙ্কা,
চলে যায় একবেলা, এই মহামারীর এক ভুখা-নাঙ্গা।
ভুলে যাও কেবা শত্রু কেবা মিত্র, এই জগৎ সংসার,
ধর্ম বর্ণ একহও সারিতে, হৃদয় তুল মানব সারণিতে।
কে তুমি কে আমি একমূলে সৃষ্টি, ভাষা রূপে ভিন্নতা,
ভুখা যখন কাঁদে, অসামর্থ্যের ঝড় উঠে পাঁজর তলে।
বিশ্ব একাকার এক কাতারে, প্রকৃতির এই- ধরাশায়ী,
কলের অগ্রসরেই নিজ সত্তা ভুলেছি, আজ- অসহায়।
যদি সামর্থ্য থাকে, দইু মুঠো চাল-ডাল পেঁয়াজ- লঙ্কা,
বিলিয়ে দাও তোমার পাশের ঘরে, কোন এক ভুখারে।
নিবিড় সেবায় কত সুখ, যা হয়না থেকে রাজপ্রাসাদে,
উঁচু থেকে নেমে এসো মাটির বুকে, ভুখার সমান্তরাল।