তোর যখন জন্ম হলো, আমি যে তখন ছোট্ট!
বুঝিনা যে তাও না, কত ক্ষত ছিলো তোর গা।
তোরে জন্ম দিতে! কত লোক হইলো যে- গত,
তোরে ঔষধ দিলাম ক্ষত স্থানে, হাঁটি হাঁটি পা।
তোর যখন জন্ম হলো, আমি যে তখন ছোট্ট!
বুঝিনা যে তাও না, কত ক্ষত ছিলো তোর গা।
লক্ষ লক্ষ শত্রু ছিলো, তোর জন্ম হতেই বাঁধা,
জন্ম হওয়ার দু'দিন আগে, নিরুদ্দেশ কত খাঁ।
তোর যখন জন্ম হলো, আমি যে তখন ছোট্ট!
বুঝিনা যে তাও না, কত ক্ষত ছিলো তোর গা।
পাড়ায়- পাড়ায় উঠুন বৈঠক, গোপন সব কৃত,
সেথা শত্রু ভিরে উচ্চস্বরে, হইতো না কোন রা।
তোর যখন জন্ম হলো, আমি যে তখন ছোট্ট!
বুঝিনা যে তাও না, কত ক্ষত ছিলো তোর গা।
ধাই'য়ের ভূমিকা ঘরে ঘরে, জন্ম দিতে তোরে,
শহর থেকে গাঁ, দিয়েছে তোর জন্ম লগ্নের তা।
তোর যখন জন্ম হলো, আমি যে তখন ছোট্ট!
বুঝিনা যে তাও না, কত ক্ষত ছিলো তোর গা।
লক্ষ লক্ষ প্রাণ গেলো, তুই রক্তে'ই হলি লাল,
তোর হাসিতে'ই কত মায়ের, বুক করে খাঁ খাঁ।
তোর যখন জন্ম হলো, আমি যে তখন ছোট্ট!
বুঝিনা যে তাও না, কত ক্ষত ছিলো তোর গা।
জন্ম নিলি স্বাধীন হলি, নাম পেলি বাংলাদেশ,
তখনো তোর শত্রু ছিলো, ঘোরাফেরা ডান বাঁ।
তোর যখন জন্ম হলো, আমি যে তখন ছোট্ট!
বুঝিনা যে তাও না, কত ক্ষত ছিলো তোর গা।
কোল থেকে'ই, তুই- দোলনায় যখন দুলিস রে,
তোর পিতা মাতা হত্যা করে, রক্তে ভেজায় পা।