কত রূপে মেঘের পাহাড় দেখি, আকাশ পানে চেয়ে,
আমিও ভাসি মেঘভেলায়, দেখি প্রেয়সীর প্রতিচ্ছবি।
নিশীথের ঘুম পালানো বেদনা, কষ্টের এপাশ ওপাশ,
সব বিলিয় দেই, আকাশের মেঘ পাহাড়ের সরু পথে।
আমার কংক্রিটের ভালোবাসা, হয়'তো তৃপ্ত ছিলেনা,
কথায় ছিলো'না, রং করা কবিতার কাব্যিক রঙ ঢঙ।
ছিলো'না গায়ে মাখা কাঁচা হলুদ, গোলাপেরি সৌরভ,
আমারি ছিলো অকৃত্রিম ভালোবাসা, বনফুলের ঘ্রাণ।
তাইতো আজ এতদূর, ভাবনায় নিহিত মন সারাক্ষণ,
কে'বা শুনে এই বেদনা, কারোর'ই দুই দণ্ড সময় নেই।
আকাশকে'ই আপন ভাবিয়া, সেই রূপে'ই হই মোহিত,
নারীর শৈলী আকাশের মাঝে'ই নিহিত, সর্বদা বর্ধিত।