ভুলে যাওয়া লোকের দলে আমি নই,
আমার দীনতা থাকতে পারে সংসারে!
তবু,দান নিয়ে আঘাত ভুলবার আমি নই।

আইন কি ?
আইন তোমার পেশি শক্তি !
দারিদ্রতা ?
জীবনের দুর্বল স্থান।
তাকেও দ্যাখো আড়ালে রেখেছে
আত্মসম্মান !

সন্তান যদি লাশ হয়ে ঘরে ফেরে !
কি সান্ত্বনা দেবে ?
তুমি, সকল অন্যায়ের শীর্ষ থেকে
ছুড়ে দেবে ক্ষতি পূরণ ?

তোমার সম্মানের দাম কত নেবে ?

আমার শূন্য কোল, চোখের জলের অভিশাপ
তোমার সৈরাচারী সিংহাসনের এক একটি পায়া
ভেঙ্গে ফেলবো।

সে দিন তোমার সম্মানের দাম কত নেবে ?