এক একটি আঙ্গুলের ছাপ দিলাম
একটি সরকার গড়ে তুললাম
গণতন্ত্রের অধিকারে।

শোষণ তন্ত্রের অভিনব বীজ বপন করলাম
দল তন্ত্রের ঝাণ্ডা ধরলাম
শুভাকাঙ্খীদের শত্রু মনে করে।

স্বতন্ত্রতা কে জাহির করি বাহুবলে
দেশ কে দ্বেষে পরিনতি দিলে
আগুনের উজ্জ্বলতা ঘরে ঘরে।

স্বার্থ তন্ত্রের সার্থকতা আসে
ভষ্মের ছাই মেখে
ভারতবর্ষ অবাক চোখে
গণতন্ত্র উদযাপন করে।

নেতা স্বার্থ সংবিধান রক্ষা করে
সুকৌশলে,
পাঁচ বছরের চুক্তি নির্বাচনে
ভারতবাসী দুঃখ ভোলে।

হয়তো ভালো হতো
স্বাধীনতা না পেলে,

উচিত কথা বলে
সেদিন ও গিয়েছি জেলে,
আজ ও যাচ্ছি জেলে !

সরকার দাঁড়িয়ে আছে
একটি আঙ্গুলে