এক বার রাষ্ট্রের দিকে দ্যাখো,
এক বার মানুষের দিকে
কিছু বুঝার চেষ্টা হোক,
সাধারণ মানুষের কান্না
বাদ্যযন্ত্রের সুর হোক
তোমার জয় গানে;
এতো খুন! এতো রক্ত!
কে বলে দেবে এর মানে ?
শাসনের নামে বাড়ি ঘর জ্বালানো
শোষণই মানবিকতা,
দেশের শান্তি রক্ষা দেশ সেবা সে নয়
সে অসামাজিকতা।
রাষ্ট্র পরিচালনায় এতো বিরোধ
দুর্নীতি আর দখলের কথা,
সে কোনো রাষ্ট্র পরিচালনা নয়
সে সাম্প্রদায়িকতা।।
০৩/০২/২০২৩