এই বার নামা যাক পথে ,
পতাকা হাতে
চলা যাক
মিছিলের সাথে।
ঠিকানা বিহীন
পথিকের বেশে ,
রক্তে রঞ্জিত মিছিলকে
ভালোবেসে।
তোষকের বিছানায়
ঘুমোতে পারিনি,
নিশি দিন শুনেছি
নগ্ন পায়ের পদধ্বনি।
ডাক দিয়ে চলে গ্যাছে
দিতে পারিনি সাড়া,
ঘিরে ছিলো আমায়
কুসংস্কারের ‘ কারা ’
ভেঙ্গেছি সে ‘ কারা ’
করেছি অভিযান,
এসে পথে সকলের সাথে
হয়েছি মিছিলের প্রাণ ।
গত প্রজন্মদের
রক্তের দাগে ,
আজ হৃদয়ে
রোমাঞ্চ জাগে।
প্রেরণা পাই আমরা
ঘুচে যায় সংশয় ,
প্রাণে বাঁধ ভাঙ্গা বন্যার
জোয়ার বয়ে যায়।
ইতিহাস হয়ে গেছে
মিছিল, কন্ঠস্বর যতো
ফিরে পেয়ে প্রাণ
জানায় স্বাগত ।
পিছু ডাকে - ঢাকা, কলকাতা ,
ডাকে যশোর ,
মৃত্যু পেরিয়ে দেখেছি
মুক্তির সাগর ।
আমাদের তাজা রক্তে
পূর্বকোণ জ্বলে আবার ,
দৃঢ় প্রতিজ্ঞায় করেছি
তার দৃঢ় অঙ্গিকার ।
ভেঙ্গেছি কারা,
ছিড়েছি শিকল ,
ইতিহাস হওয়ার আগে
পূর্ণতায় ভরে দেবো এ মিছিল ।