ধর্ম! ধর্ম! বলে করিতেছে চীৎকার
ধর্ম কি?
আলো? না, অন্ধকার?
দু'পক্ষ আলো দেখিতে দেখিতে
মনের চোখেতে অন্ধকার
আমি দেখিতেছি ধর্ম
আলো অন্ধকারে মিলিত লেলিহান শিখা
ধূসর রঙের জগৎ।
মহাশূন্যে স্বর্গ নাই,
মহাপাতালে নরক নাই,
মধ্যে ভূতল
ধর্ম ধর্মে অচল
না আছে মহাদেব
না আছে মহম্মদ ,
কে লিখেছে তোমার কোরআন?
কে লিখেছে তোমার গীতা?
শ্লোকে শ্লোকে শ্রুতি বেদ!
তবে এতে ধর্ম কোথায়?
খোদা যদি নিরাকার
তার বাণী এলো কোথা থেকে?
যার আকার বিকার নেই
তার বাণী আসে কোথা থেকে?
মহম্মদ মহাদেব হলে
আমি তৃতীয় মানুষ
ধর্ম সৃষ্টি কৌশল বলে
মহাশূন্য থেকে যায় প্রথম পুরুষ।
ধর্ম কোথায়?
লোক লৌকিকতা
ধর্ম হোতে পারে না।
মন্দির মসজিদ আর অন্য উপাসনালয়
প্রতিহিংসার কারখানা!
তবে ধর্ম কোথায় ?
সে যা আহার বিহার করে
তুমি তার বিপরীত,
আমৃত্যু শক্তি পরিক্ষায় মেতে থাকা
কখনো কেউ কারো চায় না হীত।
"হিংসা"
তবে জগতের ধর্ম হোক,