নিরুপায় বুদ্ধিজীবীরা
কালো কাপড়ে, মোমবাতি জ্বালিয়ে
বেরিয়েছে শোকের মিছিল;
আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়
অপরাধী চিল !

নির্যাতিতা তরুণী শুয়ে আছে চিতায় অথবা কবরে ,
মিডিয়া সরগরম বিশ্লেষণ খবরে ।
কাঁদে পরিজন , কাঁদে পিতা মাতা
শোক ভরা অন্ধকার ঘরে ।

আইন শুধু জালবোনে
রাজনীতি করে ঘোলা জল ,
লুকায় অপরাধী রাঘব বোয়াল ।
নির্ভয়ে অপরাধী ঘোরে এ জনারণ্যে !

‘ ডাক্তার ’ সে তো ঈশ্বর তুল্য
রুগীর কাছে ,
ঈশ্বরের পরে ডাক্তার জীবনদায়ী ,
জানা নেই আর কেউ আছে ।

অপরাধ শুধু কাপুরুষের মজ্জায় !
সমাজের পুরুষের মাথা নিচু হয় লজ্জায় !

প্রতিদিন ঘটে অপরাধ ,
বুদ্ধিজীবীদের হাতে মোমবাতি , শোকের মিছিল ।

কতো দিন এভাবে চলবে শোকের মিছিল ?
শিরদাঁড়া কি নাই মোটে ?
রাজনীতিকে বন্দী করো ভোটে ,
অপরাধীদের বন্দী করা হোক ন্যায় বিচারের কোর্টে  ।