আমি দ্বেষ হয়ে ঘুরি দেশ ,
দলে দলে দলবাজি
কাজের নয়, অকাজের কাজি
মনের মূল্যবোধ হয়েছে শেষ।
উন্নয়ন করি মঞ্চের ভাষণে
অতি প্রিয় জনদরদী নেতা,
খুশি নয় আমজনতা
তবু বিজয়ী আমি নির্বাচনে।
শক্তের ভক্ত,নরমের যম
ভর্তুকি দেই শিল্পপতির শিল্পে ,
ভিক্ষারি জনতা খুশি অল্পে
ক্ষমতা প্রদর্শনে ফেলি বোম।
আমি দ্বেষ শান্ত রাখিনি
ক্ষমতার স্বার্থে ,
দেশের অর্থে
দেশের উন্নয়ন করিনি।
শোষণের শীর্ষে শাসনতন্ত্র
সামন্ততন্ত্রের আধুনিক প্রভূ ,
দেশ জনতা দাস, স্বতন্ত্র নয় কভু
বোবা বধির রেখেছি গণতন্ত্র ।