চল দুজনে এক বার দোলনায় বসি
পূর্ণিমা দেখব ; জ্যোৎস্নায় ভিজে যাওয়া পৃথিবীর মুখোমুখি ।
হয়তো এই শেষ রাত ;
অবশ্যই একদিন মৃত্যুকে আলিঙ্গন করবে জীবন ।
তাই ,
প্রেমকে আলিঙ্গন কর
দ্বিধাহীন হৃদয়ে ;
দ্বিধাহীন জ্যোৎস্নার মতো।