পৃথিবীতে এক তুমুল প্রলয়ে পরিনত হলো
এই করোনা।
জানিনা কোনদিন থামবে এই বন্যা,
যেনো ফনীর মতো প্রবাহিত হচ্ছে এই করোনা।
দেশে দেশে প্রবাহিত হচ্ছে লাশের এই বন্যা,
জানিনা আর কতো মৃত্যু ঘটাবে এই করোনা।
কত জীবন নিয়ে যায় এই বন্যা,
জানিনা কোনদিন থামবে এই করোনা।
কেমনে বাঁচিবে এতো সব প্রাণ,
বাঁচার জন্য কোথায় পাব দয়াল এমন স্থান।
রক্ষা কর হে প্রভু,আমাদের জীবন কর দান।
শুনেছি পাপের বুঝা বাড়লে বিনষ্ট হবে এই দুনিয়া,
তবে কি পাপকে বিনষ্ট করতে এলো এই করোনা।