এসেছো বৈশাখ তুমি, ভোর সকালের
              সূর্যের তীব্র কিরণ নিয়ে।
         সমস্ত সৃষ্টি যেনো উজ্জ্বলিত হচ্ছে,
                 তোমার আলোতে।
       এসেছো বৈশাখ তুমি, অতীতের সব
পাপ, ঘৃণা, হিংসা, দুশ্চরিত্র ও অভিমান কে ত্যাগ
           করে নতুন জীবন দান করতে ।
      তুমি এসেছো কালবৈশাখী ঝড় নিয়ে,
            সব পুরোনো কে বিনষ্ট করে
             নতুন কে উত্থঘাটন করতে।
     এসেছো বৈশাখ তুমি, গ্রীষ্ম ঋতু কে নিয়ে
    সবুজ শ্যামল রং এ বাংলাকে রাঙ্গিয়ে দিতে।
      এসেছো বৈশাখ তুমি, আম কাঁঠাল নিয়ে
           আত্মীয়ের আত্মীয়তা বাড়াতে।
এসেছো বৈশাখ তুমি, স্বজন-প্রীতি ভালোবাসাকে
                 আরো গভীর করতে।
     এসেছো বৈশাখ তুমি, ১৪২৭ বাংলা নিয়ে
                  আমাদের দুঃসময়ে।
      এসেছো বৈশাখ তুমি, রক্ষা করতে সকল
                    মানবজাতিকে।
          তোমার তুমুল কালো ঝড় দিয়ে
         বিনষ্ট করে দাও এই করোনা কে
এসেছো বৈশাখ তুমি, আমাদের নতুন জীবন দিতে।