আজি এই বিকাল বেলা নদী তটে বসে থাকা
মনে হয় যেমন শান্তির এক অপূর্ব জায়গা।
এই বসে থাকার পিছনে লুকিয়ে আছে
কতগুলো আশা,
কবে গড়ব আমি আমার জীবনের বাসা।
বসে আছি আজ একাকি এক নীরবে
আজ কেউ নেই আমার পাশে।
মনে পরে সেই ফেলে আসা বিকেলের কথা
যেনো হারিয়ে গেল সেই ছোট্ট বেলা।
জানি পাব না আর সেই ছোট্ট বেলা
পারব কি গড়তে আমার জীবনের ভেলা।
দিন চলে যাবে বিকাল গিয়ে সন্ধ্যা হবে
পশ্চিমে চলে যাবে সূর্যাস্ত
আমার জীবনটাও একদিন হবে গতো।