----------------------//---

আমি তোমাকে বলছি , হে-তোমাকে
আমি চাই তুমি সুন্দর হও
ধ্যানে , জ্ঞাণে , মননে !
তুমি হও একটি সবুজ সু-শীতল ছায়াবীথি বৃক্ষ-
নতুবা একটি সাজানো বাগানের
ফুটন্ত রঙিন গোলাপ ।
তোমার রঙে রঙিন হোক চারিদিক ;
তোমার সৌরভে সুভাসিত হোক , আকাশ-বাতাস ।
দূর হয়ে যাক্ সব -
ময়লা , আবর্জনা , পঁচা গন্ধের বাস ।

আমি তোমাকে বলছি , হে-তোমাকে
তোমার জ্ঞানের সাথে ধ্যানের সম্পর্ক -
আরো নিভিড় হোক , উজ্জ্বলিত হোক পৃথিবী -
জন্ম হোক শত শত কবি, দার্শনিক এবং গুণীজনের !
তোমার জ্ঞাণের বিস্তৃতি গঠুক দেশ হতে দেশান্তরে
ফুলে ফলে ভরে উঠুক এ ভূবণ -
এ সমাজ , এ দেশ !
ভোরের নতুন সূর্য্যের প্রজ্জ্বলিত শিখার মত
তুমি উদ্দীপ্ত হও , নব উদ্দামে -
নতুন আশায় ---, নব দিগন্তের সূচনায় -----।।

----------------//---------------


  

     রচনাকাল :- ১৩ই মার্চ ; ২০১৮
        সময় :- ১২ ঘটিকা ( রাত )
    নিজ বাসভবন ; বেলাইত , নিউকাসল !