==================

যুগ যুগ ধরে কালের স্বাক্ষী হয়ে
স্মৃতি বিজোড়িত হে বৃক্ষটি আমার ;
                   ব্যস্ত জীবনে প্রবাসে বসে আজি
                    কাব্যে  গুণকীর্তন করি তোমার ।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই
আজও তুমি অবিচল স্থিরত্ব ;
                      নবাগত-আগত সবাইকে তুমি
                  সাদরে-বরণ করে জানাও স্বাগত ।

তোমাকে ঘিরে রয়েছে আমাদের
শিক্ষা জীবনের কত মধুর স্মৃতি ;
                  তুমি ছিলে সবার হৃদয়ের স্পন্দন
                   ছিলে আমাদের ভালবাসার প্রীতি ।

রোদেলা দুপুরে তোমারি ছায়াতলে
প্রাণভরে আমরা নিয়েছি নি:শ্বাস ;
                      উদার ভালবাসায় সিক্ত হয়েছি
                        তোমারি মমতায় বারটি মাস ।

ফাগুনের নব পল্লবে তুমি
অপরূপ সাজে হতে সজ্জিত ;
                         প্রতিটি শাখা-প্রশাখা তোমার
                    পাখীদের কলরবে হতো মুখরিত ।

ছাত্র সংগঠনের প্রতিটি মিছিলের ডাক
শুরুটাই হতো তোমাকে ঘিরে ;
                মিছিলে মিছিলে সমস্ত ক্যাম্পস ঘুরে
                     সমাপ্তি হতো এসে তোমার নীড়ে ।

সভা-সেমিনার সাংস্কৃতিক অনুষ্টান
সব আয়োজনে ছিল তোমার স্হান ;
                  শিল্পী সাহিত্যিক সবার পদচারনায়
                      বিশ্ববিদ্যালয়টি পেতো দীপ্ত প্রান ।

এম সি বিশ্ববিদ্যালয়ের গৌরবের ইতিহাস
যতদিন রবে বিদ্যমান ;
                         ততদিন রবে হে ‘ বৃক্ষ ‘ তুমি
                           ইতিহাসের পাতায় মহীয়ান  ।

            —————-//—————

তারিখ;-১০ই অক্টোবর ; ২০১৮
ব্লাইত ; নিউকাসল ; ইংল্যান্ড ।