তুমি আমি দু'জনা-তে
----------------//---
নিযুম রাতে আজ মনে পড়ে
মোর প্রাণের বধু তোমায় !
কি যাদুর মায়ার বাঁধনে
বেধেঁছো যে তুমি আমায় ।
দিবা-নিশি ভাবি একা
কত কিছু কত কথা !
তুমি ছাড়া এ জীবন মোর
শুধু ব্যথা আর বৃথা ।
মন তাই চায় শুধু
থাকো তুমি কাছে বধু !
তুমি আমি দু'জনা-তে
বলা হোক মনের কথাগুলো ।
কাছে এসে বসো পাশে
কথা হোক কানা-ঘোষে !
চোখে চোখ ইশারাতে
ঘুরে আসি চাঁদের দেশে ।
রাতের আঁধারে তাঁরার আলো
মিটি মিটি জোনাক জ্বলে !
মৃদু হাওয়ায় প্রাণ জুড়াবে
মাথা রেখে তোমার কোলে ।
------------//-------------
তারিখ :- ১০ই নভেম্বর , ২০১৭
সময়কাল :- ৮ ঘটিকা ( রাত )
নিউকাসল , ইংল্যান্ড ।
( নোট :- প্রীয়তমার ৪৪তম জন্ম দিনে , আমার এই ক্ষুদ্র
প্রচেষ্টা । )