তুমি
---------------
তুমি ,
আমার মনের বাগানের
হাজার গোলাপের মধ্যে ;
একটি লাল গোলাপ ।
তুমি ,
আমার হ্রদয় আকাশের
লক্ষ তাঁরার মধ্যে ;
একটি উজ্জ্বল তাঁরকা ।
তুমি মায়াবী , তুমি সৌরভী
তুমি অপূর্ব , তুমি বহুরূপি
তোমার তুলনা, শুধুই তুমি
------/----
তারিখ :- ১৪ ই ফ্রেবরুয়ারী , ২০১৭ ।
নিউকাসল ।