------------------//---
তোমাকে নিয়ে ভাবি যত
ততই মুগ্ধ লাগে ;
ভাবতে ভাবতে যাই হারিয়ে
তোমারি অনুরাগে !
ভালবেসে পাশে পেয়ে তাই
করেছি তোমাকে রাজ-রাণী ;
হৃদয় প্রাসাদে তোমারি বাস
প্রাণে বাজে বীণার বাণী !
তুমি যে আমার, শুধু যে আমার
তোমারি হৃদয়ের স্পন্দন ;
তোমারি বুকে ,কান-পেতে শুনি
দু'টি হৃদয়ের বন্ধন !
কি যে মায়াবী ! অপরূপা তুমি
তোমার তুলনা তুমি ;
জনম্ জনম্ ভালবেসে তোমায়
বেঁচে থাকতে চাই আমি !
শুভ এই দিনে, বিবাহ-বার্ষীকিতে
আমার এই ক্ষুদ্র উপহার ;
বকুল ফুলের গাঁথা মালা
তোমার ময়ুরী গলের হার !
সুন্দর এই ভূবনে তোমারি পরশে
তোমারি উষ্ম আলিঙ্গন ;
দু:খ-কষ্ট দূর হয়ে যায়
আনন্দে ভরে উঠে মন ।।
------------//-----------
রচনাকাল :- ৭ই জানুয়ারী ২০১৮
নিউকাসল ; ইংল্যান্ড !