---------------//---

কাটেনা রজনী মোর
   লাগেনা ভালো কিছু
      ওগো বধু-তুমি বিনে ।

সময় যে কাটে না
   ভালো কিছু লাগে না
      এই কথা বলি কেমনে ।

শুনো তুমি বলে যাই
   তুমি ছাড়া-উপায় নাই
     এসো সখি-শয়নে-স্বপনে ।

আমি শুধু-লাজে মরি
   শুইলে স্বপনে দেখি
      ভুলিতে পারিনা তোমাকে ।

কি দিয়ে করিলে যাদু
   কিসে তুমি-এতো মধু
      বলো বধু-বলো আমাকে ।

পাশে তুমি থাকো বধু
   মন তোমায় চায় শুধু
      থাকি বধু দু'জনে মিলে ।।

      --------//--------
      



-