------------------///---
মানবের কোলে-সবাই মানুষ
সকলের দাবি-মোরা একদল !
খুঁজিলেই পাবে-মানুষের মধ্যে
কে আসল আর কে নকল ।
মানব হয়ে করে-দানবের কাজ
কাজেতেই পায়-তারি প্রকাশ !
রূপেতে মানব-গুণেতে দানব
বলার থাকেনা আর অবকাশ ।
চলিতে চলিতে-গুণীজন বলে
চিনিতে পাবে-মানব জনে !
নকল কিংবা-আসল নাকি সে
পেয়ে যাবে তার আচরণ গুণে ।
মানব চেনা-সহজ নহে অতি
বলেন কবি-চৌধুরী রেজুয়ানে !
সময়ের প্রয়োজনে-বদলায় যে জন
আসল মানব সে জন নহে ।
---------//--------
তারিখ :- ১৪ই নভেম্বর ; ২০১৭ !
সময়কাল :- সকাল ২ ঘটিকা ;
নিউকাসল