-----------------//---
বিজয় বিজয় বিজয়
জন্মের পর পেয়ে গেলাম
স্বাধীন বাংলার জয় ;
আজ বিশ্বের বিস্ময়
আমার বাংলা মায়ের জয় ,
বিজয় বিজয় বিজয় ।
ধন্য মাগো তোমার কোলে
জন্ম নিয়ে স্বাধীন দেশে ;
আমিতো আর নেই পরাধীন
নেই মনে মোর ভয় ;
বিজয় বিজয় বিজয় -
জন্মের পর পেয়ে গেলাম
স্বাধীন বাংলার জয় ।
তোমার ছেলেদের রক্তের বিনিময়ে
কথা বলি আজ বাংলায় ;
গান গাই আজ বাংলায় মাগো
কাব্য লিখি আজ বাংলায় ।
গর্বে মোদের বুক ভরে মা
চোখ জুরায় দেখে বাংলার জয় ;
বিজয় বিজয় বিজয় -
জন্মের পর পেয়ে গেলাম
স্বাধীন বাংলার জয় ।
লাল সবুজের পতাকা আজ
উড়ছে সারা বিশ্বে ;
মায়ের ভাষা দাড়িয়ে আছে
সকল ভাষার-ই শীর্ষে ,
বিশ্ব জুড়ে তোমার সন্তানেরা
সর্ব-ক্ষেত্রে করছে জয় ।
বিজয় বিজয় বিজয় -
জন্মের পর পেয়ে গেলাম
স্বাধীন বাংলার জয় ;
আমার বাংলা মায়ের জয়
বিজয় বিজয় বিজয় ।।
----------//---------
তারিখ :- ১৩ই নভেম্বর , ২০১৭ !
সময়কাল :- ১.৩০ ( সকাল )
নিউকাসল ।