----------------//----
"সাইদা"এলো-"সাইদা"এলো
পড়লো আজি সাড়া ;
যুক্তরাজ্যের বন্ধুরা তাই
সবাই পাগল পাড়া !
আনন্দেতে বন্ধু সবাই
দিচ্ছে হামাগুড়ি ;
বন্ধু আসছে হবে মজা
খুশিতে সুরসুরি !
বিদ্যালয়ের বন্ধুরা তাই
বুদ্ধি সবাই খেলে ;
"ওয়াটস্-সাফ গুরুপ"করলো তৈরী
বন্ধু সকল মিলে !
এর মাধ্যমে বন্ধুরা সব
করলো আয়োজন ;
"ব্লোবার্ড" এর পড়ার সাথী
"সাইদার"নিমন্ত্রণ !
ব্লোবার্ডের একান্নব্বই বেঞ্চের
ছাত্র-ছাত্রী যারা ;
অনুষ্টানে যোগ দিলেন
বন্ধু-বান্ধব সারা !
বিদ্যালয়ের বন্ধু সবাই
খুশিতে মশ্গুল ;
প্রধান অতিথি অলংকৃত হলেন
ভাই "রুমি এবং নজরুল" !
বিশেষ অতিথি হলেন সভায়
" রোমানার " বড় ভাই ;
নেতা হিসাবে খ্যাত "রাফিক"
প্রধান বক্তা তাই !
"শামীম-হুমায়ুন, লিটন-রেজাউল"
চারি বিশেষ বক্তা ;
"শমী"হলেন অনুষ্টানের
যিনি প্রধান উদ্যোগতা !
"মুকু-সালমা , রুনা-রোমানা"
নেচে-হেসে গায় গান ;
"সাইদা" হলেন মধ্যমনি
এই অনুষ্টানের প্রাণ !
"মুনজেরিন-লিটু , জাহেদ-সুন্নাহ"
আছেন তারা পাশে ;
বন্ধু 'রাফি' আর চাচা 'কয়সর'
ব্যস্ত ওয়াটস্-সাফে !
"কান্তা এবং নাশিয়া" দু'জন
অতীত নিয়ে ভাসেন ;
এসব নিয়ে বন্ধু সবাই
মজা করে হাসেন !
ছোট বেলার সে সব স্মৃতি
স্মরণ করে তাই ;
আনন্দেতে বন্ধুরা সব
মাটিতে লুঠাই !!
-------------//------------
রচনাকাল :- ১১ই জানুয়ারী ; ২০১৮
সময় :- ৩ ঘটিকা ( রাত )
নিউকাসল ; ইংল্যান্ড !
( নোট :- আমার সহধর্মিনীর বান্ধবী "সাইদার"
যুক্তরাজ্যে আগমন উপলক্ষ্যে আমার এই
কবিতা খানি লিখার প্রচেষ্টা )