------------------------//---

ক্ষনিকের জন্যে এসেছি আমরা
এই ভবের মাজারে ;
                      খোদার করুণাতে দিয়েছেন সৃষ্টি  
                              আমাদের মানবের তরে ।

সৃষ্টির সেরা মানব আমরা
আছে যে আমাদের দায়ভার ;
                     হিসেব দিতে হবে কড়ি কড়ি করে
                                  মহান স্রষ্টার দরবার ।

কেহ ধনী আবার কেহ গরীব
এতো সবি যে স্রষ্টার খেলা ;
                      এটি মানবের জন্য কঠিন পরীক্ষা
                      দুনিয়াতে পরীক্ষা প্রস্তুতির মেলা ।

পরীক্ষার প্রশ্ন পেয়ে গেছি আমরা
মাধ্যম নবীজী মোহাম্মদ (সা:)(আ:) ;
                        তেষট্টি বৎসর শিক্ষা জীবন হতে
                                সব উত্তর জেনে ছিলাম ।

রেখে গেছেন তিনি তাঁর আদর্শ
আর সাথে প্রাপ্ত সংবিধান ;
                আদর্শ হলো তাঁর রেখে যাওয়া ‘হাদিস”
          আর সংবিধান হলো আল্লাহর “কোঁর-আন”।

-----------------------

তারিখ :- ৪ টা এপ্রিল , ২০১৭ ।
          নিউকাসল ।