————————————-//—-
একাত্তরে জন্ম আমার দেখিনি মুক্তিযুদ্ধ
মায়ের মুখে গল্প শুনে মনটি ভিষণ ক্ষুব্ধ
ঘুমায়নি মা রাতের বেলা পাক্-বাহিনির ভয়ে
দিনের বেলা কাটে মায়ের এসব দু:খ সয়ে ।
এমনি ভাবে কাটে মায়ের সকাল সন্ধ্যা-বেলা
নিজ ভুমিকে বাঁচাতে চলে যুদ্ধ জয়ের খেলা
৭ই মার্চে দিলেন মুজিব দেশ স্বাধীনের ডাক
কৃষক শ্রমিক আবাল-বুড়ো বাধল সবাই ঝাঁক ।
এসব দেখে টিক্কা-নিয়াজির মাথা গেল টলে
বাঙালিদের ধমিয়ে রাখার নতুন কৌশল খেলে
পঁচিশ মার্চের কালো রাত্রিতে পাকবাহীনির দল
গোলা-বারুদ কামান নিয়ে চালায় তাদের বল।
বীর বাঙালীর সন্তানেরা থাকেনি বসে ঘরে
পাক্-শত্রুদের তাড়াতে তারা জীবন যুদ্ধে লড়ে
নয় মাসের সেই রক্তক্ষয়ি যুদ্ধাবসান শেষে
দেশকে মুক্ত করে তারা ফিরল বিজয় বেশে ।
রাখলো যারা মায়ের এবং বাংলাদেশের মান
ইতিহাসে স্বর্ণাক্ষিত রবে সেই বীরদের সম্মান ।
—————-//——————-
তারিখ :- ১৮ই অক্টোবর ; ২০১৯ সাল
স্হান :- শ্যামলী , সিলেট ; বাংলাদেশ ।