================
সময়ের কাঁটা ঘুরে অতি নিরবধি
নেই তার পিছু-টান চলে ধীরগতি
মানব জীবন চলে আশায় আশায়
প্রহরগুণে মানব নতুনের প্রত্যাশায় ।
অপেক্ষা করে’না সময় পিছু হাটে যারা
নদীর স্রোতের মত বহে অবিরত ধারা
প্রতিটি কর্মে তাই জ্ঞাণী-গুণীজন
সময়ের সৎ’ব্যবহারে হয় প্রানবন্ত মন ।
ক্ষণিক সময়ে মোরা এই ধরা তলে
নানাবিধ কাজ-কর্মে ব্যস্ত সকলে
অপকর্মে কেহ পায় সমাজে লাজ
কর্মগুণে পড়ে কেহ স্বর্নের তাঁজ ।
তাইতো বলি শুধু মিছে ভাবনায়
সময়ের অপচয়ে মানুষকে কাঁদায়
যেটুকু সময় তুমি পেয়েছ এ‘জীবন
সুন্দর জীবন গড় থাকিতে ভূবণ ।
বিশাল এ পৃথিবীতে যত মহা-গুণীজন
সময়ের সদ্ব্যবহার তাদের গড়েছেন জীবন
প্রদীপ শিখাতে ভূবন করেছেন উজ্জ্বল
ইতিহাসের পাতায় তারা আজো সমুজ্জ্বল ।
———————-//—————-
তারিখ :- ৩ রা নভেম্বর ; ২০১৮
সময়কাল :- ১ ঘটিকা ( দুপুর )
স্হান :- ব্লাইত ; নিউকাসল ।