-----------------------//--

এক যে ছিল চেয়ারম্যান
প্রভাব ছিল তার বেশ ;
                       মুখে ছিল বিশাল গোঁফ
                            মাথায় লম্বা কেঁশ ।

লেখা-পড়া ছিল না তার
করতো-বাবুগিরি ;
                  রাতের বেলা খেলতো তাস
                        বেঁচতো নাশিড় বিঁড়ি ।

বন্ধুরা তার বুদ্ধি দিলো
জ্ঞান আছে তোর ভালো ;
                    চেয়ারম্যান যদি হতে চাস্
                  আমরা হবো তোর ফেলো ।

সত্যি সত্যি তাদের কথায়
পরিকল্পনা একেঁ ;
                      গ্রামবাসীদের মনের কথা
                       বললো একদিন ডেকে ।

গ্রামবাসীরা জানে সবাই
তার আছে মস্ত বাহীনি ;
                           নির্ধিদায় বলে দিলো
                        আমরা সবাই তা মানি ।


অবশেষে ইলেকশনে সে
ছিনিয়ে আনলো জয় ;
                      জ্ঞাণী-গুণি ব্যক্তিদের তাই
                              লাগলো মনে ভয় ।

ভয়ে তারা বলে না কিছু
চলে তাকে এড়ি ;
                               টাই-স্যুট পড়ে সে
                        চালায় চেয়ারম্যানগিরি ।

দস্তখত দিতে ভাঙ্গে কলম
ভদ্র ভাবে বলে ;
                         দস্তখত দিবে সেক্রেটারি
                            যাও তার কাছে চলে ।

সমাজে যদি আজকে মোদের
এই অবস্তা হয় ;
                          পতন হবে এই সমাজের
                             জানেন সবাই নিশ্চয় ।

-----------//-------

তারিখ :- ২৭ শে এপ্রিল , ২০১৭ !
     সময় :- সকাল ১১ ঘটিকা !
         নিউকাসল !