--------------------------//-----
সমুদ্রের পাশে বসে
ভাবি মনে মনে ;
না জানি কি বেদন তার
কত সুখী ধনে ।
সারি সারি চলে জাহাজ
তারি বুক ছিঁড়ি ;
দেশ হতে দেশান্তরে
দেয় তারা পাড়ি ।
ধন-রত্ন কত আছে
তারি তল দেশে ;
নানা প্রজাতী প্রাণীর বাস
সুমদ্রকে ঘেঁষে ।
জোয়ার-বাটার সাথে চলে
তরঙ্গের খেলা ;
দেখতে মধুর সেই-ক্ষণ
চলে যায় বেলা ।
বেলা শেষে ডাক পরে
বাড়ি ফিরি বারে ;
মন নাহি যেতে চায়
হাঁটি তাই ধীরে ।
ভালবাসি সমুদ্রের সেই
সু-শীতল বাতাস ;
উৎফুল্লে চেয়ে দেখি
ঐ দূর নীল আকাশ ।
----------------//-------------
রচনাকাল :- ফেব্রুয়ারি ;২০১৮
নিউকাসল ; ইংল্যান্ড !