-----------------------//--

  ফুল বাগানের ফুলরে তুমি
     তোমায় ভালোবাসি ;
       তোমায় নিয়ে গাঁথবো মালা
          রাত্রি দিবা নিশি ।

তোমার আদর ,তোমার কদর
   তোমায় নিয়ে আশা ;
     তোমায় দিয়ে ,প্রেমিক যুগোল
        জানায় ভালোবাসা ।

তোমার রুপের বাহার দেখে
    ফুল পরীরা হাসে ;
        তোমার মধু আহরনে
           মৌ মাছিরা আসে ।

রং-বেরংগের ফুলরে তুমি
  নিত্য নতুন সাজে ;
     রাজা-প্রজা সবাই তোমার
        ভালোবাসা খুঁজে ।

তাই তো আমি তোমায় নিয়ে
   সাজাই মোর বাগান ;
      সেই বাগানের রুপে মোর
          যায় যে ভরে প্রান ।

  তোমার সৌরভে সুবাসিত হয়ে
     কত যে আনন্দ পাই  ;
        তুমি মোর হ্রদয় গহিনে
          করে নিয়েছো ঠাঁই ।

তোমার তুলনা শুধুই তুমি
    আর যে কিছু নাই ;
       তাইতো আমি তোমায় নিয়ে
          কাব্য লিখে যাই ।।

-----------------

তারিখ :- ৯ই এপ্রিল ২০১৭ ।
    নিউকাসল ।