-------------------//-----
বিজয় মানে -
একটি মর্মস্পর্শী ইতিহাস !
বাঙালী জাতীর ন্যায্য অধিকার আদায়ের
সংগ্রামী মুক্তিযুদ্ধ !
বিজয় মানে -
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত
স্বাধীন সাবর্ভৌম বাংলাদেশ !
বিজয় মানে -
ত্রিশ লক্ষ শহীদের আত্মদান এবং
দু'লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত
আমার সোনার বাংলা !
বিজয় মানে -
ভাই হারানো বোনের শোক
সন্তান হারানো মায়ের ক্রুন্দন
স্বামী হারানো স্ত্রীর বিলাপ
পিতা হারানো সন্তানের দীর্ঘ শ্বাস !
বিজয় মানে -
দামাল ছেলেদের রক্তে রন্জিত
একটি লাল-সবুজের পতাকা এবং
বিশ্বের মানচিত্রে পরিচিত একটি গর্বিত বাঙালী জাতি !
বিজয় মানে -
বজ্রকন্ঠে ধ্বনিত হওয়া
শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের জ্বালাময়ী ভাষণ
এবারের সংগ্রাম - মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম - স্বাধীনতার সংগ্রাম !
বিজয় মানে -
১৬ ই ডিসেম্বরের এই দিনে -
বর-বর পাকিস্তানি সেনাদের লেজগুটিয়ে আত্মসমর্পণ !
শত্রুমুক্ত সোনার বাংলার মুক্ত বাতাস ;
বীর বাঙালিদের বিজয় উল্লাসে -
আকাশে বাতাসে জয়ধ্বনি সুর !
জয় বাংলা-বাংলার জয় ।
বিজয় মানে -
দু:খিনী মায়ের-প্রাণ জুড়ানো হাসি
বিজয় মানে -
মা ও মাটি-আমি তোমায় ভালোবাসি ।।
--------------------//---------------
রচনাকাল :- ১৫ ই ডিসেম্বর ; ২০১৭ !
সময় :- রাত ২ ঘটিকা
নিউকাসল ; ইংল্যান্ড !