—————————//——
বাড়িগুলো বিরানভূমি যেন দুখের সাগর
কেহ আমায় কাছে নিয়ে করেনা আদর
চারিদিকে চেয়ে দেখি শুধু ধু ধু অন্ধকার
হারিয়ে ফেলেছি ভাষা তাহা বুঝাবার ।
পরিবর্তনের যুগে আজ সবাই প্রবাসী
বেদনায় কাঁদে মন চোখে জল রাশি
ব্যথা ভরা মন নিয়ে চারিদিক তাকাই
প্রতিবেশি-আপন জন কাউকে যদি পাই ।
হঠাৎ পেয়ে যাই এক অপরিচিত জন
বলি ভাই তুমি কে, তুমি কার ধন
সে বলে চিনবে-না আমায় হে অতিথী
মনে হয় আপনি ভাই প্রবাস ফিরতি ।
হাসি পায় তার কথায় বলি হাঁ ভাই
বুঝেছো যাহা তুমি ধ্রুব সত্যি তাই
এ গ্রামেই জন্ম আমার ঐ বাড়িতে বাস
এই বলে ফেলি আমি এক দীর্ঘ নিশ্বাস ।
শুন্য এ ভিটা-বাড়ি দেখে আজ তাই
অতীত স্মৃতি আজ চোখে ভাসে ভাই
প্রবাসী হয়েছে সবাই জীবনের তাগিদে
সেই ভাবনায় আজ ডুকরে মন কাঁদে ।।
———————-//——————-
তারিখ:- ২৪শে অক্টোবর ; ২০১৮
সময়কাল :- ৯ঘটিকা(সকাল)
স্হান:- নিজ বাসভবন , ব্লাইত ,নিউকাসল ।