-----------------//--
শিশু হতেই শ্রমিক আমি
বয়স যখন নয় !
ইট-কাঠ এবং পাথর ভেঙ্গে
ধরল দেহে ক্ষয় ।
গরীব মায়ের সন্তান আমি
উপায়ান্তর নেই !
সারা দিনের কষ্টের টাকা
মা-কে এনে দেই ।
বস্তিতে মোরা-থাকি দু'জন
কষ্টের টাকা দিয়ে !
দু:খ-কষ্টের ,সংসার মোদের
চলে এসব নিয়ে ।
কাজের মধ্যে চেয়ে দেখি
সম-বয়সি , বোন-ভায় !
সুন্দর জামা পরে তারা
বিদ্যালয়ে-যায় ।
লেখা-পড়া করে তারা
হবে বড় লোক !
গাড়ী হবে-বাড়ি হবে
হবে তাদের-সুখ ।
সমাজেতে আছে অনেকের
দামী-গাড়ী-বাড়ি !
আমার মতো শ্রমিকের কষ্টে
তাদের অর্থ-করি ।
চাইলে তারা করতে পারেন
লাঘব মোদের-কষ্ট !
একটু খানি দয়ায় হতাম
মোরা-সমাজে প্রতিষ্ঠিত ।
মনে মনে ভেবে এসব
চোখের জলে ভাসাই বুক !
মোদের ভাগ্যে কেন-প্রভু ?
কেন দিলেন এতো-দু:খ ??
------------//-----------
তারিখ :- ৩ রা মে ২০১৭ !
নিউকাসল !