------------------///---

রাস্তা দিয়ে হেঁটে যান
     মিঁয়া-সাহেবের ছেলে !
          নানান রঙ্গের বুদ্ধি শুধু
              তাহার মাথায় খেলে ।

সাথে দু'জন বডি-গার্ড
      থাকে দুই পাশে !
          এসব দেখে আম্-জনতা
              মুচ্কি মুচ্কি হাসে ।

মিয়া-সাহেবের ছেলে বলেন
      গার্ড-দু'জনে  ডেকে !
          জনতাদের হাসির কারণ
               বলো একে একে ।

অতি চালাক গার্ড দু'জন
      খুঁজে বাঁচার পথ !
          বুদ্ধি তাদের মাথায় এনে
               বললো তাদের মত ।

দেখতে আপনি যেমন-তেমন
      চলনে আপনি বেশ !
          এসব দেখে আম্-জনতার
               খুশির নেই যে শেষ ।

গার্ডদের কথা শুনে তিনি
     বলেন বেশ ! বেশ !
         আমার মতো মিঁয়া-সাহেবের
              প্রয়োজন এই দেশ ।।

-----------//-----------

তারিখ :- ১১ ই মে ২০১৭ !
          নিউকাসল ।