--------------------//---
রোকন-শামীম-সাদ ভাই-আমি
বন্ধু চারি মিলি !
সমুদ্র সৈকত কক্স-বাজারে
যাবার পরিকল্পনা খেলি ।
সালে ছিলো-উনিশ্শত একান্নবই
মাসে ডিসেম্বর !
আমরা সবাই জমাট হই
বাসা-সিলেট উপশহর ।
খুশিতে সবাই আত্ব-হারা
চোখে নেই ঘুম !
রোকন ভাইয়ের রঙ্গ-তামাশায়
হাসতে হাসতে ডোম ।
সিলেট হতে ঢাকা যেতে
ট্রেনটি পারাবাত !
স্টেশন থেকে ছাড়ে ট্রেন
ঘরির কাঁটায় সাত ।
ঘুম নেই-বিশ্রাম নেই
রাতটি গেছে হেসে !
ঘুমের মধ্যে গড়া-গড়ি
চলতি ট্রেনে বসে ।
প্রথম ট্রানজিট ঢাকাতে
হোটেলে বিশ্রাম নিয়ে !
কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা হই
চেয়ার কোচ-এস.আলম দিয়ে ।
কক্সবাজারে পৌছে মোরা
হোটেল ম্যানিলায় উঠি !
হাত-মুখ দৌত করে
সৈকতের দিকে ছুটি ।
হাজার হাজার জনতার সাথে
হেঁটে হেঁটে সবাই !
হেসে-খেলে , মন-আনন্দে
সমুদ্র সৈকতে যাই ।
সমুদ্রেতে নেমে মোরা
সাঁতার কাঁটি আর হাসি !
জোয়ার-ভাটার তালে তালে
আমরা সবাই ভাসি ।
দিনের বেলায় লোকে লোকারণ্য
বদলে যায় সৈকতের রূপ !
বিকেল বেলা সূর্য্য ডুবা
দেখতে অপরূপ !
সমুদ্রের সু-শীতল বাতাস-আর
সাথে সাঁ সাঁ গর্জন !
স্মৃতিটি আজ ভেসে উঠে
এই প্রবাস জীবন ।
আসরের বন্ধুগণ যত
বলে যাই হেকমত !
বাংলাদেশের কক্সবাজার হলো
বিশ্বের বৃহত্তম সৈকত ।
------------//-----------
তারিখ :- ১৬ ই মে ২০১৭ !
নিউকাসল !