-----------------///-----
রবি তুমি-কাব্য করে
মোদের করেছো ধন্য !
তুমি ছিলে-তুমি আছো
তুমি বিশ্ব বরেণ্য ।
তোমায় নিয়ে কাব্য করে
শত শত কবি !
তোমায় নিয়ে আঁকে শিল্পী
শত শত ছঁবি।
তোমার লিখা শত গানে
তোমার দেয়া সুর !
শিল্পীদের কন্ঠে শুনতে
আজো যে সু-মধুর ।
তুমি বাংলার নয়ন-মনি
তুমি বাংলার রবি !
তোমার কর্মে পেয়েছো উপাধি
আজি বিশ্বে , বিশ্ব-কবি ।
তুমি মোদের চির গৌরব
তুমি মোদের অহংকার !
গীতাঞ্জলি লিখে আনলে
সাহিত্যে নবেল পুরস্কার ।
শ্রদ্ধা জানাই কবি গুরু
প্রণাম জানাই তোঁর !
তোমায় মোরা রাখবো স্মরণ
জনম্ জনম্ ভর ।।
------------//-----------
তারিখ :- ৯ ই মে ২০১৭ !
নিউকাসল !