-----------------------//---

হসপিটালে সেদিন দেখা হয় খালুর সাথে
কথার ছলে কত কথা বলেন মুচকি হাসিতে
কে’বা জানে এটা বুঝি তাহার শেষ কথা
স্মরণ হলে তাই শুধু লাগে মনে ব্যথা ।

সদা হাস্যজ্বল এই সুন্দর মনের মানুষ যিনি
পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন সেদিন তিনি
কোন ভাবে আজ ভুলিতে পারিনা তাহাকে
চলে গেলেন আত্বীয়-স্বজন সবাইকে রেখে ।

যেতে হবে সবাইকে এমনি ভাবে জানি
কিন্তু এ সত্যকে কেবা'ই-বা মোরা মানি
এ সত্যকে না মেনে উপায় কি-বা আছে
সুন্দর এ পৃথিবীর সব কিছু যে তাই মিছে ।

এত আহামরি সম্পদের পিছনে সবাই ঘুরি
একদিন যেতে হবে এ মায়ার দুনিয়া ছাড়ি
প্রতিক্ষণে তাহার স্মৃতি আজ মনে পড়ে
কি মায়ার বাঁধনে  তিনি বেঁধেছিলেন মোরে ।

পিতৃতুল্য মানুষটিকে নাহি পাবো আর ফিরে
জনমের মতো বিদায় নিলেন স্হায়ী নীড়ে
এই স্মৃতিপট মনে হলে আসে চোখে জল
সু-চিন্তা এবং সঠিক পথ ছিল তাহার মনোবল ।

শ্রদ্ধা এবং ভালবাসায় হাজার লোক সমাগমে
জানাযার নামাজ পড়া হলো কমিউনিটি হলে
অবশেষে তাহার শেষ বিদায়ে বরযাত্রী বেশে
নিরব অভিমানে সবাই ছুটে যায় কবরের পাশে ।

সমাধি শেষে মহান স্রষ্টার দরবারে হাত উঠাই
বলি হে প্রভু ,তোমার রহমতে দিও খালুকে ঠাঁই ।।

  ------------------//---------------
     রচনাকাল :- ২২ শে মার্চ ; ২০১৮
          সময়কাল :- ১ ঘটিকা (রাত)
    নিজ বাসভবন ; ব্লাইত ; নিউকাসল ।