-----------------------//---
দীর্ঘ দিনের বন্ধু মোরা
একি সাথে চলা !
পড়া-লেখা একি সাথে
একি সুরে কথা বলা ।
সালে ছিলো দুই হাজার দশ (২০১০)
মাসে ছিলো জুলাই !
বন্ধু ফয়সলের আমন্ত্রণে
মোরা আমেরিকা যাই ।
বন্ধু আমার বসত করে
শহর মিশিগান !
সেই শহরের বেশি লোক
কালো-জ্যামেকান ।
আরো অনেক কালো লোক
ইয়েমেনী-এরাবিয়ান !
বন্ধু আমায় বললো ওরা
ধর্মে মুসলমান ।
বড় বড় মসজিদ সেথায়
দেখতে অপরুপ !
অধিকাংশ মুসল্লি সেখানে
ইয়েমেনী-গুরুপ ।
এই শহরে বাস করেন
চাচাতো বোন ,বোন-জামাই !
তাদের বাসায় থাকি তিনেক্
মজার খাবার খাই ।
সকাল-বিকেল ঘুরে বেড়াই
ডেট্রোয়েট-মিশিগান সিটি !
সাথে ছিলো দু'জনেরই
সন্তান এবং স্ত্রী ।
বিরাট বিরাট শপিং সেন্টার
নামি-দামী শপ !
এর মধ্যে শো রেখেছে
ক্লাসিক গাড়ী টপ ।
মিশিগানে রয়েছে গাড়ীর
বড় বড় কম্পানি !
আমেরিকার মিশিগান তাই
গাড়ীর জন্য নামি-দামী ।
আরো অনেক জায়গা আছে
দেখতে অনেক বেশ !
বন্ধু আমায় বললো এটা
ধনী লোকের দেশ ।
সাগর পাড়ে দেখলাম-তাদের
বিরাট বিরাট বাড়ি !
ছোট-বড় ক্রুজ তাতে
রাখছে সারি সারি ।
বিকেল বেলা সাগরে তাই
চলছে ক্রুজ খেলা !
হাজার হাজার-লোক সমাগম
দেখতে তাদের মেলা ।
ঘুরে-ফিরে মন-আনন্দে
গড়িয়ে বেলা শেষ !
মিশিগানের ভ্রমনটি থাকলো
স্মৃতির পাতায় বেশ ।।
--------------//--------------
তারিখ :- ২৫ শে মে ২০১৭ !
নিউকাসল