--------------------///---

রেখা ভাবী থাকেন তিনি
  লন্ডনের সেন্ট-আলবান্স শহরে !
    বড়দিনের ছুটিতে এলেন
      ননদের বাসায় দ্বি-প্রহরে ।

জ্ঞাণী-গুণী ভাবী যে মোর
  লেখা-পড়ায় তিনি গ্রাজুয়েট !
    স্কুলেতে করেন শিক্ষকতা
      দেখতে আলট্রা-মর্ডানেট ।

রুপে যে ভাবী অপরুপা
  হাসিতে তার মুক্তা ঝড়ে !
    অপূর্ব তাহার কথার বুলি
       শুনলে পরে হৃদয় ভরে ।

সম-বয়সী ননদ-ভাবী
  ভাব-যে তাদের দু'জনে !
    শপিং হবে বেজায় খুশি
       ভালবাসেন রেস্তোরায় ভোজনে !

রেখা ভাবীকে কাছে পেয়ে ; তাই
   ভীষণ খুশি মোর মনে !
      ছুটি কাটবে মন আনন্দে
        গল্প-গুজবে তার সনে ।।

-------------//------------
রচনাকাল :- ২১ শে ডিসেম্বর ; ২০১৭ !
    সময় :- ১ ঘটিকা ( রাত )
       নিউকাসল ; ইংল্যান্ড ।