--------------//--
এ পৃথিবীটাকে রাঙ্গিয়ে দাও-আল্লাহ
দুর করে দাও সব-গ্লানি!
ভালোবাসায় ভরিয়ে দাও-আল্লাহ
আপনি অন্তর-যামী ।
চোখ থাকিতে অন্ধ মোরা-আল্লাহ
আপনি আলোর দিশারী !
নিজ দয়ায় দান করো আলো-আল্লাহ
আপনি মোদের কান্ডারী ।।
----------------//--------------
তারিখ : - ২ রা মে , ২০১৭ !
নিউকাসল !