----------------------//---
সকাল বেলা ঘুমের মধ্যে
কানে আসে সুর !
মেয়েটি আমার পাগল-পাড়া
বলে-ইঁদুর-ইঁদুর-ইঁদুর ।
দৌড়ে এসে জিজ্ঞেস করি
কি হয়েছে তোর !
ছেলে-মেয়ে সবাই বলে
ডাডি-ইঁদুর-ইঁদুর-ইদুর ।
ধমক দিয়ে বললাম তাদের
কি হয়েছে তাই !
ইঁদুর বলে তাই কি তার
বাঁচার অধিকার নাই ?
অবশেষে বউটি আমার
দৌড়ে এসে বলে !
তাড়া-তাড়ি এসো তুমি
ইঁদুরটি যাবে চলে ।
হেসে হেসে খালি হাতে
সেথায় গেলাম আমি !
ছোট্ট একটি ইঁদুর ছানা
খেলছে লুকো-চুরি ।
কাছে এসে চুপিসারে-তার
লেজটি ধরে দেই দৌড় !
পেছনে মোর গণ মিছিল
বলে-ইঁদুর ইঁদুর ইঁদুর ।।
---------//----------
তারিখ :- ৫ ই মে ২০১৭ !
নিউকাসল !