----------------//---
গুড়ি গুড়ি বৃষ্টি
আহা:! কি মিষ্টি ;
চুপি সারে চাঁদ মামার
কানা-চোখা দৃষ্টি ।
অবিরাম অবিরত
ঝরছেতো ঝরছেই ;
তারি ফাঁকে সূর্যী মামা
উকি ঝুঁকি মারছে !
রিমি ঝিমি বৃষ্টি
টিপ্ টপ্ পড়ছে ;
উত্তাল বাতাসেতে
খড়-খুড়ু ঊড়ছে !
ছাতা মাথায় মাঝি ভাই
হাতে নিয়ে বইঠ্যা ;
মারে টান পানিতে
হেইয়ারে হেইয়া !
সুর তুলে গান ধরে
মোহন মাঝি নাইয়া ;
নব বধু শুনে সুর
নৌকাতে শুইয়া !
ঐ দিকে আকাশেতে
ফুল-পরী সাজছে ;
রংধনুর রঙের মেলা
কি অপরূপ লাগছে !
তাই দেখে খোকা-খুকি
দৌড়-ঝাপ মারছে ;
হেসে-খেলে গেয়ে গান
আনন্দেতে ভাসছে !
গুড়ি গুড়ি বৃষ্টি
অবিরত ঝরছে ;
মুড়ি ভাজা খেতে তাই
আহা: ! বেশ লাগছে ।
------------//------------
তারিখ :- ১৫ ই নভেম্বর ; ২০১৭
রচনাকাল :- ১২ ঘটিকা ( রাত )
নিউকাসল , ইংল্যান্ড !