-------------------//---
মোদের কিসে এতো গর্ব
কিসে এতো অহংকার ;
কি করার সাধ্য আছে
উসিলা ব্যতিত খোদার ।
মোরা প্রশংসা করি তাঁর
মোরা প্রার্থনা করি তাঁর ;
মানব কুলে জন্ম দিয়েছেন যিনি
সেই মহান সৃষ্টি-কর্তার ।
মায়ের গর্ভে দিলেন সৃষ্টি
করলেন মোদের পোষণ ;
জন্ম দিলেন খোদার রাজ্যে
সাথে ভাগ্যের লিখন ।
কর্ম গুণে কেহো ধনী
আবার-কেহো গরীব হয় ;
ধনী-গরীব দুনিয়াদারি
এই বিশ্বের-বিশ্বয় ।
ধনী-গরীব সকলে মোরা
সৃষ্টিতে মানব-কুল ;
সকালের ধনী , বিকেলে গরীব
অহংকার পতনের মূল ।
--------//------
তারিখ :- পহেলা মে ২০১৭ !
নিউকাসল !