------------------------//----
প্রতি বছর ঘুরে আসে
পবিত্র মাস রামদ্বান !
জাগো জাগো বিশ্ব মুসলিম ;
এবাদতে মগ্ন করো ধ্যান !
সময় থাকতে কাজে লাগাও
সু-বর্ন এই সুযোগ !
সকাল বিকেল করো তওবা ;
করো ফল ভোগ ।
নবীজীর উসিলায় মোরা
পেয়েছি এই পবিত্র মাস !
ফলন মেলে একে সত্তর ;
করলে উত্তম জমি চাষ ।
এই মাসে রয়েছে আরো
শবে-ক্বদরের উত্তম রাত !
হাজার রাতের চেয়ে মর্যাদাশীল ;
কোঁরানে করেছেন আলোক-পাত ।
এই রাতে নাজীল হয়েছে
আসমানি কিতাব কোঁরান-মন্জিল !
এই রাতের এবাদতের গুনাগুন ;
হাজার বছরের সম-মর্যাদাশীল ।
কোঁরানের ভাষায় এই রাতটি
ভাগ্য রজনীর রাত !
মুমিন-বান্দাগন - এবাদত-বন্দেগীতে ;
পেয়ে যায় তাঁর স্বাদ ।
রোজাদারের পুরস্কার আল্লাহ-তিনি
নিজ হাতে করেন দান ।
হাদিসে-বুখারী শরীফে রয়েছে ;
পুরস্কারের দালিলীক প্রমান ।
বরকতময় এই মাসে মোরা
প্রভুর দরবারে করি আরাধনা !
বিশ্বে শান্তি দাও হে প্রভু ;
আজ মোদের এই প্রার্থনা ।।
-------------//------------
তারিখ :- ৫ ই জুন ২০১৭ !
নিউকাসল !