-------------------//----

মাতা-পিতা গুরুজন
         করিবে তাদের যতন
লইবে তাদের দোয়া
              থাকিতে ভূবন !
ইহকালে-পরকালে
          পাইবে তার ফলন !

এ জগতে চাহ যদি সুখ
   মাতা-পিতাকে করিবেনা বিমুখ ;
হইবে না অবাধ্য তাদের
           মনে দিবেনা দু:খ !
দুনিয়াতে-আখিরাতে
                  পাইবে-সুখ ।

মাতা-পিতা পেলো যারা
      অতি সৌভাগ্যবান তারা ;
কুর-আঁনেতে লিখা আছে
              তার-প্রতিদান !
ইহজগতে পেয়ে যাবে
            বেহেস্তের-সন্ধান ।

মাতা-পিতার সমতুল্য
                এ-জগতে নাই ;
কুর-আঁন ও হাদিসে তারি
            দলিল খুঁজে পাই ।

ভূবনে থাকিতে তাদের
                খুশ্ রাখা চাই ;
মাতা-পিতা খুশ্ থাকিলে
          জীবন উজ্জ্বল ভাই ।

জীবন থাকিতে তাই
             থেকো হুঁশিয়ার ;
চরণ-ধুলি নিবে মাতার
             নিবে যে পিতার ।

সন্তান হয়ে এই মিনতি-আল্লাহ
             আপনারি-দরবারে ;
নেক হায়াত দরাজ করো
               তাদের-ইহকালে !

পরকালে দিবেন তাদের
                  বেহেস্তে-স্হান ;
আমাদের করিবেন আল্লাহ
                  হেদায়েত-দান ।

---------------//-------------

  তারিখ :- ২ রা মার্চ ২০১৭ !
             নিউকাসল !