-------------//---
বড় ছেলে-সে আমার
নম্র ভদ্র অতি ;
কথা কম-বলে সে
চলে ধীর গতি !
মনোযোগী পড়া-লিখায়
তাতে আমি খুশি ;
সে আমার-বড় ছেলে
অনেক ভালো-বাসি !
ভালোবাসেন শিক্ষক তাহার
বন্ধু-বান্ধব ও তাই ;
ভালোবাসেন আত্বীয়-স্বজন
মোরা-পরিবারের সবাই !
পড়া-লেখা করে সে
আনবে দেশের মান ;
সমাজ সেবার ব্রত নিয়ে
জুড়াবে তার প্রাণ!
উচ্চ শিক্ষায়-হয়ে শিক্ষিত
গড়বে তাহার জীবন ;
তাহার জ্ঞাণে-আলোকিত হবে
সুন্দর এ ভূবণ !!
---------//--------
রচনাকাল :- ৩০ শে নভেম্বর ; ২০১৭
সময় :- ১ ঘটিকা ( রাত )
নিউকাসল ; ইংল্যান্ড !