---------------///---
নানী এলেন নাত্'নী বাড়ি
লাল শাড়ী পড়ে
নাত্'নীর ঘর তাই আজি
ঝলমল ঝলমল করে !
সাথে আনলেন দ্ই-মিষ্টি
আরো কত কিছু
নাতি-নাত্'নী সবাই হাঁটেন
নানীর পিছু পিছু !
এসব দেখে হাসেন নানী
মুখে রুমাল দিয়ে
নাতি-নাত্'নী সানাই বাজায়
নানীর আজ বিয়ে !!
--------//--------
রচনাকাল :- ২৩ শে জানুয়ারি ; ২০১৮
সময় :- ৯ ঘটিকা ( রাত )
নিউকাসল ; ইংল্যান্ড !