----------------//---
মিশিগান ভ্রমন শেষে
বন্ধু আমায় বলে !
আগামীকাল যাবো মোরা
কানাডাতে চলে ।
সেথায় আছে বিশ্বের সপ্তম আশ্চর্য্য
নায়াগ্রা জল-প্রপাত ।
আনন্দেতে আত্ব-হারা
কবে পোহাবে রাত ।
ভোর প্রভাতে বাই-রোডে
কানাডাতে যাই !
কানাডার টরেন্টোতে মোরা
হোটেলে নেই ঠাঁই ।
টরেন্টোতে হোটেলে উঠে
প্রথমে - হাত-মুখ ধুয়ে !
দুপুরে মোরা খাবার সারি
ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেয়ে ।
বিশ্রাম শেষে বিকেল বেলা
হেঁটে হেঁটে চলি !
হাজার-হাজার জনতার সাথে
আমরা যাই মিলি ।
প্রথম সেথায় নজরে আসে
টরেন্টো-টাওয়ার !
আনুমানিক উচ্চতা হবে
হাজারো-মিটার !
শত শত লোক লিফ্টে
উঠা-নামা করে !
এসব দেখে-সবাই মোরা
ভয়ে যাই মরে ।
অবশেষে কাংখিত সেই
নায়াগ্রা-জলপ্রপাত !
তার সৌন্দর্য্যের-কি যে আমি
করবো আলোক-পাত ।
একশত মিটার উপর হতে
ঝড়না-ঝড়ছে আবিরত !
আলৌকিক ঘটনা বিদ্যমান
বিষ্ময়-এর পেছনে রত ।
সারি সারি সাজের নৌকা
রাখছে তৈরী করি !
এসব নৌকায় শত লোক
যায় যে ভরি ভরি ।
নৌকা থেকে-ঝড়নার সৌন্দর্য্য
করছে অবলোকন !
হাজার হাজার ডলার গুনছে
বিনিময়ে উপটৌকন ।
সন্ধ্যে বেলায়-তাঁর সৌন্দর্য্যে
চোখ জুড়িয়ে যায় !
রং বেরংগের কালার তাতে
অপূর্ব শোভা পায় ।
তার-পরই শুরু হয়
রাতের আঁতশ-বাজি !
জলপ্রপাত দেখার-সৌন্দর্য্যের
এখানে-ঘটে সমাপ্তি ।
মনে মনে ভাবি আর
এসব আমি লিখি !
রেখে যাই আসরের বন্ধুদের তরে
আমার এই স্মৃতি ।।
------------//----------
তারিখ :- ২৭ শে মে ২০১৭ !
নিউকাসল !