----------------------//-
মায়ের অতি আদরের বোন
আমার ছোট খালা ;
দেখতে যেমন মায়ের মতোন
তেমনি তাহার গলা !
আদর করেন আমায় বেশি
দেখলে পরে খুশি ;
মায়ের বোন ছোট খালা
কত যে ভালোবাসি !
পারভিন ,পারভেজ এবং আদরের নাজমিন
খালার তিনটি মেয়ে ;
মন্জু , মনসুর আর স্নেহের মিলাদ
তিনটি সোনার ছেলে !
খালার আদরের ছেলে-মেয়ে সবাই
নম্র ভদ্র অতি ;
মিলে মিশে থাকে তারা
চলে ধীরো গতি !
মাতা-পিতার খোঁজ খবর
রাখে তারা সদা ;
খালা মোর ভাগ্যবতী
বলেন , মেহেরবান তার খোদা !
আমি বলি ওহে প্রভু
তাঁর দরবারে হাত উঠাই ;
খালা-খালুকে রহমতে রেখো
তুমি মালিক , তুমি সাঁই !!
------------//-----------
রচনাকাল :- ১৫ই জানুয়ারি ; ২০১৮ ইং
সময় :- ৩ঘটিকা (রাত )
নিজ বাসা ; নিউকাসল , ইংল্যান্ড !!