-------------------//-
জয়-জয়-জয়
আজ বিশ্ব ভূবনময়
চারিদিকে একিই ধবনি ;
আমার বিদ্যালয় ।
বিদ্যালয়ের ছাত্র হয়ে
আজি আমি ধন্য ;
সালাম এবং শ্রদ্ধা তাদের
বিদ্যালয়ের জন্য ।
প্রতিষ্ঠাতা ছিলেন যারা
এই বিদ্যালয়র প্রান ;
বিদ্যালয়ের-ছাত্র হয়ে
গাই তাদের মহীয়ান ।
বিদ্যালয়ের-শিক্ষক যারা
শিক্ষা করছেন দান ;
পৃথিবীতে তারা থাকবেন
চির-অম্লান ।
নবীন-প্রবীন আমরা যারা
বিদ্যালয়ের ছাত্র ;
বিদ্যালয়কে এগিয়ে নেয়ার
সবার আজি দায়িত্ব্য ।
সবাই যদি-আজকে আমরা
ঐক্যবদ্ধ-হই ;
বিদ্যালয়টি হবে একদিন
ইতিহাসের বই ।
-----------//--------
তারিখ :- ৭ই ফ্রেবরুয়ারী , ২০১৭ ।
নিউকাসল ।
( নোট : রি-ইউনিয়ন উপলক্ষ্যে বিদ্যালয়ের নতুন এবং প্রাক্তন ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে লিখিত এই কবিতাটি )